কুষ্টিয়া সেক্টর ও ৪৭ ব্যাটালিয়ান যৌথ আয়োজনে বিজিবি দিবস উদযাপন

0
257

হাফিজুল ইসলামঃ কুষ্টিয়ার মিরপুরে বিজিবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সেক্টর ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শহীদুল ইসলামের পরিচালনায় প্রীতিভোজ অনুষ্ঠানে কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান, পৌর মেয়র হাজী এনামুল হক, কুষ্টিয়া বিজিবি সেক্টরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুন, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম হারুন-অর-রশিদ, ডিজিএম নজরুল ইসলাম, সোনালী ব্যাংকের ডিজিএম অঞ্জন কুমার বোস, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতারুজ্জামান, দৈনিক সত্যখবর পত্রিকার মিরপুর প্রতিনিধি হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY