দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে বিষ দিয়ে ইউ,পি সদস্যের ৩ বিঘা অাঁখ ও মশুরি নিধন

0
437

রনি আহমেদ :  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার অাদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৪ নাং ওয়াডের ইউ,পি সদস্য মোঃখাইরুল ইসলামের পূর্ব শত্রুতার জের ধরে ৩ বিঘা জমির অাঁখ ও মশুরি ঘাস মারা বিষ প্রযোগ করে নিধন করেছে দূর্বৃত্তরা।উপজেলার প্রাগপুর মাঠে এঘটনা ঘটে।

এলাকাবাসি জানান ২৫ তারিখ রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়ের রোঘুনাথপুর গ্রামের মৃত ভেলু মন্ডের ছেলে শরিফুল (৩৫) ও জাহিদুল (৪০) খাইরুল ইসলামের জমিতে পূর্ব শত্রতার জের ধরে এঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ইউ,পি সদস্য খাইরুল ইসলাম জানান অাসামিদের ভাই এনামুলের কাছে থেকে তার ৩ বিঘা জমি বছর চুক্তিতে নিয়ে চাষ অাবাদ করি।অাসামিরা তার ভাইয়ের সাথে শত্রুতার কারনে অামার ফসোলের খতিকরেছে।এ ব্যাপারে চাষী খাইরুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি এজাহার করেছে।তার আনুমানিক ক্ষতির পরিমান ২ লক্ষ টাকা।এব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোঃখবীর অাহমেদ সাংবাদিকদের জানান খাইরুল ইসলাম বাদী হয়ে একটি এজাহার করেছে তদন্ত করে অাইনগত ব্যবস্থা নিয়া হবে।

LEAVE A REPLY