হাফিজুল ইসলাম : কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুজ্জামান কাজল (৩৩) ট্রাক চাপায় নিহত হয়েছেন। তিনি মিরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড নওপাড়া মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে।
সোমবার দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মঙ্গলবাড়ীয়া বাজারে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।