৮ম জয়পুরহাট জেলা স্কাউট সমাবেশ শেষ হবে আগামীকাল। এ উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় আয়োজন করা হবে মহাতাঁবু জলসার। ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে নানা কর্মসূচী স্কাউট বয়সী বালকদের জীবনকে আলোকিত করে। সুনাগরিক গঠনের প্রত্যয় নিয়ে জয়পুরহাটে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী জেলা স্কাউট সমাবেশ। সমাবেশের নাম করণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার নামে।
সমাবেশ প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন জেলা স্কাউটসের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তোফাজ্জল হোসেন। বাংলাদেশ স্কাউটসের সহকারি লিডার ট্রেনার সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু প্রোগ্রাম চীফ হিসাবে দায়িত্ব পালন করছেন। স্কাউটদের নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য নেতৃত্ব ও সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে অষ্টম জয়পুরহাট জেলা স্কাউট সমাবেশের।
জয়পুরহাট কলেক্টরেট মাঠে শুরু হওয়া সমাবেশে জেলার পাঁচ উপজেলার বাছাই করা ৫২টি স্কাউট ও গার্লস ইন স্কাউট দলের সাড়ে ৬শ’ স্কাউটস সদস্য ও ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। স্কাউটসদের পদচারনায় কালেক্টরেট চত্বর পরিণত হয়েছে মিলন মেলায়। সমাবেশে স্কাউটসরা বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে সক্ষম হবে। এগুলো হচ্ছে ভোরের পাখি, আমার ঘর, নিজেকে জানি, ট্রুপ মিটিং, প্রাথমিক প্রতিবিধান, কোড ও সাইফার, অনুমান ও পর্যবেক্ষণ, পাইওনিয়ারিং, অজানাকে জানা, গ্র্যান্ড ডিসপ্লে ও গ্র্যান্ড ক্যাম্প ফায়ার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সমাবেশের মেইন এরিনার নামকরণ করা হয়েছে। এ ছাড়াও সমাবেশ কর্মসূচি সুষ্ঠভাবে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের নামে নাম করণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় এ সব মহান নেতাদের আত্মত্যাগ সম্পর্কে স্কাউটদের ধারণা লাভের পাশাপাশি নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে সক্ষম হবে। রোববার সকালে পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম।