টানা দশ কার্যদিবস সূচক উত্থানের পর নতুন বছরের দ্বিতীয় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানীর শেয়ারের দাম।
ডিএসইতে আজ মোট ৩২৬ টি কো¤পানির ৩২ কোটি ২১ লাখ ৫৫ হাজার ১৩৯ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১০৭৫ কোটি ১২ লাখ ৮১ হাজার ৯০৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৩.৫৫ পয়েন্ট কমে ৫১৫৮.৭০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.৬৮ পয়েন্ট কমে ১৮৬০.৫৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৩.৫৯ পয়েন্ট কমে ১২১৮.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯ টির,কমেছে ২১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টি কোম্পানির শেয়ার।
টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো : বেক্সিমকো লিঃ, পেনিনসুলা চিটাগাং, আরএসআরএম স্টিল, ইফাদ অটোস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, সাইফ পাওয়ার, আর্গন ডেনিমস, শাশা ডেনিমস, বিডি থাই ও অ্যাপোলো ইস্পাত।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি : আইসিবি, রংপুর ফাউন্ড্রি, নদার্ন ইন্সুরেন্স, হাক্কানী ফাল্প, ফার ইস্ট নিটিং, সিঙ্গার বিডি, অ্যাম্বী ফার্মা, সোনালী আঁশ, অগ্নি সিস্টেম ও ন্যাশনাল টি কোং।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি : সমতা লেদার, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, সুহৃদ ইন্ডা:, ফার্স্ট ফাইন্যান্স, ইয়াকিন পলিমার, এমারেল্ড অয়েল, রিপাবলিক ইন্সুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, আরএন স্পিনিং ও মাইডাস ফাইন্যান্স।


















