রনি আকন্দ, কালাই, (জয়পুরহাট) প্রতিনিধি:
কালাই উপজেলার পুনট ইউনিয়ন থেকে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ট্রাকে চরে জয়পুরহাট সমাবেশে যোগদান করার লক্ষ্যে যাওয়ার পথে কালাই পৌরসভার টিএন্ডটির পশ্চিম পার্শ্বে স্থানে (কালাই পৌরসভা) নামক ট্রাকটির চালক নিয়ন্ত্রন হারায়ে যাওয়ায় গাছের সাথে ধাক্কা খেয়ে ট্রাকটি উল্টে গিয়ে খাদে পড়ে। এতে চালকসহ ১৭ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাৎক্ষণিক ভর্তি করান। তন্মেধ্যে চালক শামীম (২৮), পিতাঃ কালাম, গ্রামঃ থুপসাড়া, রুহুল আমীন (৩৫), পিতাঃ আব্দুল হাকিম, গ্রামঃ সড়াইল, হেলাল (৩০), পিতাঃ হবিবর, গ্রামঃ চাকলমুয়া, আজিজুল (৩৫), পিতাঃ গোলজার, গ্রামঃ ভূগোইল, এনায়েত (৩৫) সহ কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে হাসপাতালে রিফার্ড করেন। উক্ত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুলতান ইবনে সাঈদ-এর কাছ থেকে জানা গেছে