সাজেদুল ইসলাম টিটু পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে মোবাইল নেটওয়ার্ক টেকনোলজির মাধ্যমে স্যামসাং জে-৭ মডেলের একটি মোবাইল চোরসহ উদ্ধার করেছে ওসি (তদন্ত) কিরণ কুমার রায়।
চোর ইব্রাহীম (১৭) নিকরদিঘী উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। সে নিকরদিঘী গ্রামের সোলাইমান মাস্টারের ছেলে।
জানাগেছে,গত ৩০ ডিসেম্বর উপজেলার নিকর দিঘী গ্রামের মতিয়ার রহমানের ছেলে প্রভাষক মামনূর রশিদ রিপনের মোবাইল চুরি হয়। ৩১ ডিসেম্বর ইন্টার ন্যাশনাল মোবাইল আইডেন্টি ইকুইপমেন্ট (আইএমআইই) নম্বর দিয়ে তিনি পাঁচবিবি থানায় সাধারণ ডায়রি করেন।
ওসি তদন্ত বিষয়টি আমলে নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে ম্যাসেজ পাঠান। এরই প্রেক্ষিতে গ্রামীণ ফোন কোম্পানী তথ্য প্রদান করে। গ্রামীণ ফোন কোম্পানীর দেয়া তথ্য মতে ওসি তদন্ত কিরণ কুমার ক্রেতা সেজে মোবাইল চোরকে থানায় ডেকে এনে মোবাইল উদ্ধার করেন। ওসি তদন্ত কিরণ কুমার রায় বলেন,চুরি মামলায় ইব্রাহীমকে জেল হাজতে পাঠানো হবে।