আব্দুল্লাহ বিন জোহানী (তুহিন): কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা শামুখিয়ার কৃতি সন্তান জেলা জাসদের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদ লোকমান হোসেনের নিজ নামে প্রতিষ্ঠিত লোকমান হোসেন ফাউন্ডেশনের উদ্দ্যগে আজ দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন কবিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোকমান হোসেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও কুষ্টিয়া জেলার দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর এ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠু। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, নির্বাহী সদস্য এ্যাড.সোহেলী পরভীন ঝুমুর, প্রভাষক সামসুল আলম, আনার আলি, খন্দকার ফরিদ উদ্দিন, শাজাহান আলি মালিথা, মোহাম্মদ আলি,আবুল মন্ডল প্রমুখ।