চুয়াডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা হারদী ইউনিয়ন কৃষকলীগের ৩ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়। জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের থানাপাড়া বটতলার মোড়ে বিকাল ৫ টায় আলমডাঙ্গা কৃষকলীগের উদ্যোগে ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষকলীগ নেতা আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক। তিনি বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রতিটি ইউনিয়নে ও ওয়ার্ডে ওয়ার্ডে কৃষকলীগের কমিটি গঠন করে চলেছি। জেলা কমিটির নির্দেশনায় ও বাংলাদেশ কৃষকলীগের পরামর্শে এই কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আজিজুল হক, উপজেলা কৃষকলীগের সহসভাপতি ইব্রাহিম শেখ, দপ্তর সম্পাদক শাহাবুল হক, সহদপ্তর সম্পাদক ফজলুর রহমান, মোহিদুল ইসলাম মঞ্জিল, রফিকুল ইসলাম মতি, সিরাজুল ইসলাম, কুমারী ইউনিয়নের কৃষকলীগের আহবায়ক কাওছার আলী কছর, আব্দুল মতিন, এনামুল হক, গহর আলী, ফজলুর রহমান, মকছেদুর রহমান, আশাবুল, শহিদুর রহমান, আরব আলী, মতিয়ার রহমান, কদর আলী, রিপন। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে মজনু শেখকে সভাপতি ও লিমন শেখকে সাধারন সম্পাদক করে করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।