দৌলতপুর আল্লারদর্গায় আশা’র উদ্দোগে শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
55

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরের আল্লারদর্গায় এনজিও আশা‘র ০২ শাখার উদ্দোগে দিন ব্যাপী প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ ও শিক্ষা সেবীকাদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারী বুধবার সকাল ৯টা থেকে দিন ব্যাপী আশা’র আল্লারদর্গা ০২ শাখায়অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র সি.আর.এম শ্রী সুদীপ্ত সাহা, আঞ্চলিক কার্যালয় ভেড়ামারা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর.এম মোঃ শাহাজ উদ্দীন,দৌলতপুর আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রক্টর মোঃ আব্দুল আজিজ, সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট আল্লারদর্গা ০২ শাখার ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন শাখা সুপার ভাইজার মোঃ এনামূল হক, মোঃ আজাদুল হক, ফিল্ড অফিসার (শিক্ষা) পাবনা ও নাটোর জোন। জানাগেছে সেচ্ছা সেবী সংস্থা আশা তাদের ক্ষুদ্র ঋনের পাশাপাশি প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণের জন্য নিজেস্ব অর্থায়নে ২০১২ সাল থেকে আল্লারদর্গা ০২ শাখার উদ্দোগে ৫৭৫ জন হত দরিদ্র ছেলে মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ দানের ১৫টি শিক্ষা কেন্দ্রের শিাক্ষকাকে এবং ১ জন শিক্ষা সুপার ভাইজারকে দিয়ে ছাত্র/ছাত্রীদের ক্লাশের পড়া শিক্ষা দিয়ে আসছে, এ ছাড়া সারাদেশে প্রায় ২ লাখ শিশুদের শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে।

LEAVE A REPLY