দৌলতপুর রিপোর্টাস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

0
490

আছানুল হক: কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ও বাংলাদেশ রিপোর্টাস ক্লাবের অাওয়াতাধীন দৌলতপুর রিপোর্টাস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ :৩০ মিনিটে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ  অাহমেদ কবীরের অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দৌলতপুর রিপোর্টাস ক্লাবের  সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি এবং স্বাধীন বাংলা টিভির দৌলতপুর প্রতিনিধি,মোঃমানজারুল ইসলাম খোকন। সাধারন সম্পাদক ও জাতীয় দৈনিক সন্ধ্যা বাণীর দৌলতপুর প্রতিনিধি,রনি অাহমেদ।সহ সভাপতি ও নিউজ ২৪ লাইভ  অনলাইন পত্রিকার সহঃ নির্বাহী সম্পাদক মোঃজামিরুল ইসলাম।  সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশকালের দৌলতপুর প্রতিনিধি, অাব্দুল্লাহ বিন জোহানি তুহিন।  কোষাদক্ষ ও কিডস টিভির দৌলতপুর প্রতিনিধি সোহানুর রহমান শিপন। দপ্তর সম্পাদক ও ৭১ বাংলা টিভির দৌলতপুর প্রতিনিধি অাছানুল হক ,প্রচার সম্পাদক পারভেজ হোসেনসহ রিপোটার্স ক্লাবের সকল  সদস্য।  সভায় দৌলতপুরের আইন শৃংখলা ও মাদক নিয়ন্ত্রণের বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। এবং দৌলতপুর রিপোটার্স ক্লাবের পক্ষে থেকে ফুলের তুড়া দিয়ে দৌলতপুর থানার নতুন যোগদান করা অফিসার ইনচার্জ অাহমেদ কবীর কে শুভেচ্ছা জানানো হয়।

LEAVE A REPLY