শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হবে: রাষ্ট্রপতি

0
54

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংলাপে রাজনৈতিক দলগুলোর যে মতামত ও প্রস্তাব পেয়েছেন তা বিবেচনা করে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে বলে মনে করছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শেষ দিনে তিনি এই কথা বলেছেন। তবে কি প্রক্রিয়া অনুসরণ করবেন তা তিনি বলেন নি।
বুধবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও জাকের পার্টির সঙ্গে আলোচনা করেন তিনি। তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, আলোচনায় রাষ্ট্রপতি বলেছেন, ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনে অনেক সুচিন্তিত প্রস্তাব এবং মতামত দিয়েছেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এইসব প্রস্তাব ও মতামত বিবেচনা করে একটি শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাব ও মতামত শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক অবদান রাখবে। রাষ্ট্রপতি গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

LEAVE A REPLY