রংপুরে র‌্যাবের ডিজির শীতবস্ত্র বিতরণ

0
105

এ কে এম সুমন মিয়া,রংপুর প্রতিনিধিঃ র‌্যাবের প্রধান বেনজির আহম্দে বলেছেন,নারায়ণগঞ্জের ৭খুন মামলায় জড়িত র‌্যাব কর্মকর্তাদের অপরাধের দায় ব্যক্তিগত,র‌্যাবের নয়। ১৩ বছর ধরে র‌্যাব তাদের ত্যাগ ও পেশাদারিত,¡দক্ষতায় মানুষের আস্থা অর্জন করেছে এবং এই ভাবমূর্তি রক্ষায় র‌্যাব সচেষ্ট রয়েছে। তিনি বলেন,গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যার তদন্তে পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত করছে। যতক্ষণ পর্যন্ত খুনিরা চিহ্নিত না হয় ততক্ষন পর্যন্ত র‌্যাব তদন্ত কাজ চালিয়ে যাবে। তিনি আজ দুপুরে নগরীর আলমনগরে শীতার্ত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে সাংবাাদিকদের এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল আনোয়ার লতিফ,র‌্যাব-১৩ কমান্ডার আতিকউল্লা,র‌্যাবের মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ ও রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি বশির আহম্মেদ। প্রায় ৫ হাজার শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন ডিজি। এসময় তিনি আরও বলেন,১৬ কোটি মানুষের দেশে ১ শতাংশ বা তার কম সন্ত্রাসী হলেও তা ভয়ংকর। উত্তরাঞ্চলে জঙ্গির উৎপত্তির কারণ অনুসন্ধানে ১৪ টি জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষনা কার্যক্রম চলছে,এর প্রেক্ষিতে প্রতিকার মূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY