মো.নাজমুল হাসান নাহিদ ,ভেড়ামারা প্রতিনিধি:কুষ্টিয়া ভেড়ামারার গোডাউন মোড়ে সড়ক দূর্ঘটনায় ভ্রাম্যমান কুলফি বিক্রেতা ভুলন শেখ (৪৫) কুলফি বিক্রি শেষে বাড়ী ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হয়েছেন। ভুলন শেখ কুষ্টিয়ার হরিপুর গ্রামের মোঃ বাছেদ শেখ এর পূত্র। তিনি বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালের ১০ নং ওয়ার্ডের ২নং কেবিনে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার আনুমানিক ২ টার দিকে দুপুরে ভেড়ামারা-প্রাগপুর সড়কের গোডাউন মোড় নামক স্থানে মোটরসাইকেল চালক রাব্বি পথচারী (কুলফি বিক্রেতা) ভুলন শেখের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। এদের দুইজনকেই ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হলেও ভুলন শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার এস আই রোকনুজ্জামান ঘটনাটির সতত্যা স্বীকার করেছেন। মোটরসাইকেলটি ভেড়ামারা থানার হেফাজতে রয়েছে।