ভেড়ামারাতে পাঠ্যাভাস উন্নয়ন বার্ষিক কর্মসূচি মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

0
79

মো.নাজমুল হাসান নাহিদ, ভেড়ামারা প্রতিনিধি:কুষ্টিয়ার ভেড়ামারাতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর বার্ষিক কর্মসূচী মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ভেড়ামারা হালিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সেকায়েপ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মণি চাকমা’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম। উক্ত কর্মশালাতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার মোঃ আবু সালেক, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, ভেড়ামারা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক রাজা, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিদ্যুত চাম্বু গং। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা প্রোগ্রাম অফিসার মাহফুজুর রহমানের পরিচালনায় কর্মশালায় ভেড়ামারা উপজেলার সেকায়েপ ভূক্ত ৩৩ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী লাইব্রেরীয়ানগণ অংশগ্রহণ করেন।কর্মশালায় মূল বিষয়ের আলোচনা করেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিদ্যুত চাম্বু গং। এ সময় তিনি বিদ্যালয়ে শিক্ষার্থীদের কিভাবে আরো বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানো যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি উপস্থিত শিক্ষকগণ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তিনি তার ব্যাখ্যা প্রদান করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা ৩৩ টি বিদ্যালয়ে পাঁচ হাজার টাকা (বিদ্যালয় প্রতি) করে মোট ১ লক্ষ ৬৫ হাজার টাকার সমমূল্যের বই দেওয়ার ঘোষনা দেন।

LEAVE A REPLY