মিরপুরে আন্ত: প্রা: বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

0
73

হাফিজুল ইসলাম, মিরপুর অফিস: “শিখবে শিশু হেসে খেলে-শাস্তি মুক্ত পরিবেশ পেলে” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টার সময় উপজেলার অডিটরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীনের সভাপতিত্বে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলে উপজেলা পরিষদের মমহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন , ভাইস চেয়ারম্যা বাহাদুর শেখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার খন্দকার শেফাইনুর আরেফিন, এস এম কামরুজ্জামান, ফারুখ উদ্দীন, শেলীনা আক্তার বানু, শেলীনা খাতুন, জোহিরুল ইসলাম, ছাতিয়ান প্রাঃ বিদ্যালয়ে সহকারি শিক্ষক আব্দুল ওয়াহেদ দ্বিপক, মডেল প্রাঃ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মহিনুর হোসাইন প্রমূখ।

LEAVE A REPLY