মিরপুরে বারিমসুর-৬’র মাঠ দিবস

0
127

হাফিজুল ইসলাম,মিরপুর অফিস: মিরপুরে সোমবার সকালে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পোড়াদহ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বারিমসুর-৬ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষের পরিচালনায় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. এম সাহাব উদ্দীন। প্রধান অতিথি বলেন, আগামী দিনে কৃষির চ্যালেঞ্জ মোকাবিলায় মাটির স্বাস্থ সুরক্ষাতে মসুর গোড়া থেকে না উঠিয়ে কেটে নিয়ে মাটির সাথে মিশিয়ে বাদামী সার উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন এই উপজেলাতে দক্ষ কৃষি কর্মকর্তাগন আছেন, আপনারা তাদের কাছে কৃষি বিষয়ে সকল প্রকার পরামর্শ নিতে পারেন। আর্দশ কৃষক হাজ্বী মতিয়ার রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা উপপরিচালক(পিপি) কৃষিবিদ বিভাষ চন্দ্র সাহা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আহমেদ নূর,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY