রনি আকন্দ কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজে একুশে ফেব্রুয়ারী (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এ পুষ্পস্তবক অর্পন, সূর্যোদয়ের সাথে সাথে কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কলেজ ক্যাম্পাস শহীদ মিনার চত্তরে এক মিনিট নিরবতা পালন ও শহীদদের রুহের মাগফেরাত উপলক্ষ্যে দোয়া করেন। সকাল ৮.৩০ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে প্রভাত ফেরী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। কলেজ শহীদ মিনার চত্তরে অধ্যাক্ষ জনাব, ধজেন্দনাথ দাশ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল ইসলাম। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু মুনিশ চৌধুরী। গভর্নিং বডির সদস্য ডাঃ আঃ মান্নান, শিক্ষক গণের মধ্যে থেকে আব্দুল্লাহ্ আল মজিদ জিপসি প্রমুখ। এ সময় কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায়, কালাই ডিগ্রি কলেজ রোভার দল।