এসএম জামাল : উদ্ভাবন চর্চায় সহায়তা করায় খুলনা বিভাগে শ্রেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোঃ মুজিব উল ফেরদৌস। শুক্রবার খুলনা সার্কিট হাউস মাঠে খুলনা বিভাগীয় কমিশনারের দপ্তরে আয়োজিত ‘উদ্ভাবন উৎসব ও বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭’র সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম খুলনা বিভাগের শ্রেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মুজিব উল ফেরদৌসের হাতে সম্মননাপত্র ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেছবাহ উল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। ১৩টি ক্যাটাগরীতে পুরস্কার বয়ে আনতে সক্ষম অর্জন করে কুষ্টিয়া জেলা প্রশাসন। এছাড়াও খুলনা বিভাগের শ্রেষ্ট জেলা টিম হিসেবে কুষ্টিয়া জেলা প্রশাসন নির্বাচিত হয়েছে। উদ্ভাবন চর্চায় শ্রেষ্ঠ স্থানীয় সরকারেরর উপ-পরিচালক আনার কলি মাহবুবকে, উদ্ভাবন চর্চায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তার, আইসিটি ব্যবহার ও ভূমি সেবা সহজি করণের উদ্যোগ গ্রহণের মাধ্যমে রাজস্ব সেবা প্রদানে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাফিজ-আল-আসাদ, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উদ্ভাবক সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাছিমা ইয়াসমিন, সুশাসন প্রতিষ্ঠায় ও নাগরিক সেবা সহজিকরণে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহাবুল আলম লালু, আইসিটি ব্যবহারে শ্রেষ্ঠ মাদরাসা কুয়াতুল ইসলাম কামিল মাদরাসা, শ্রেষ্ঠ সিটিজেন জার্নালিস্ট খায়রুল ইসলাম, আইসিটি ব্যবহারে শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার ক্যাটাগরীতে কে এ এম রুয়াইম রাব্বি, আইসিটি ব্যবহারে শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার ক্যাটাগরীতে আবুবক্কর সিদ্দিক, শ্রেষ্ঠ ইউডিসি উদ্যোক্তা মোঃ নাজমুল ইসলাম। এদিকে খুলনা বিভাগের শ্রেষ্ট জেলা টিম হিসেবে কুষ্টিয়া জেলা প্রশাসন নির্বাচিত হওয়ায় এবং একসাথে ১৩টি ক্যাটাগরীতে সম্মাননাপত্র ও সম্মাননা পাওয়ায় সকলকে জেলা প্রশাসনের পক্ষ হতে সংশ্লিষ্টদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মো, জহির রায়হান