আলমডাঙ্গায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ-২০১৭ আলোচনা সভা অনুষ্ঠিত

0
104

জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: “নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সবল মেধাবী জাতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে রালি খামারী সমাবেশ ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা খাতুন, কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, থানা অফিসার ইনচার্জের পক্ষে এসআই মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি শাহ আলম মন্টু ও খন্দকার হামিদুল ইসলাম আজম, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, দারুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহিল কাফি। সমাজসেবা অফিসার আবু তালেবের পরিচালনায় বক্তব্য রাখেন খামারী ইমদাদুল হক হিমেল, আব্দুল হক, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শাহ হামিদুল হক, রানা আহমেদ, এ্যাডভান্সড প্রোল্ট্রি ফিড এন্ড ফিস ফিড লিঃ-এর জেনারেল ম্যানেজার আমির হোসেন দুলাল, রমজান আলী, রানা উদ্দিন প্রমুখ। এছাড়াও গত ২৫ ফেব্রুয়ারি এ্যাডভান্সড প্রোল্ট্রি ফিড এন্ড ফিস ফিড লিঃ-র পক্ষ থেকে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কায়েতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং (ডিম) শিক্ষার্থীদের খাওয়ানো হয়। আজ স্কুল ফিডিং আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌর বাস টার্মিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুক্লু ফিডিং (ডিম) খাওয়ানো হবে। অনুষ্ঠানে সহযোগীতা করেন প্রাণি সম্পাদের ভিএফএ আবুল কাশেম, সামসুল হক, নাসির উদ্দিন, এফএ শহীদুল ইসলাম, কম্পাউন্ডার মাসুদ আলী খান।

LEAVE A REPLY