আলমডাঙ্গায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আনোয়ারুল ইসলাম সাগর

0
428

জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ’১৭ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন হারদী মীর সামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর। সাহিত্যাঙ্গনে তিনি আনোয়ার রশীদ সাগর নামে পরিচিত। আনোয়ারুল ইসলাম সাগর গতবছর চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। আনোয়ারুল ইসলাম সাগরের না যাব না, ও মেঘ ও নারী, মুখোশ মন্ত্রের ফড়িং কাব্য, বৃষ্টি প্রেমের শ্রাবণ সন্ধ্যা, নোম্যান্স ল্যান্ড, আলমডাঙ্গার রাজনৈতক ইতিহাসসহ আরও কয়েকটি যৌথ্য কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকায় তার লেখা নিয়োমিত প্রকাশিত হয়। এ সংক্রান্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, সহকারি শিক্ষা অফিসার জিয়াউল হক প্রমুখ। ওমর ফারুক আলমডাঙ্গা প্রেসক্লাবে উপদ্রেষ্টা এবং আনোয়ারুল ইসলাম সাগর আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক। তাদের এই সাফল্যে আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খ. হামিদুল ইসলাম আজমসহ সকল সাংবাদিক, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার, উদ্ভাস সাহিত্য সংস্থার সভাপতি কহন কুদ্দুস, শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের সভাপতি আতিকুর রহমান ফরায়েজী, জয়ত্রী সাহিত্য পত্রিকার সম্পাদক পিন্টু রহমান এবং এম,এস জোহা ডিগ্রি কলেজ এবং মীর সামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও অভিভাবকবৃন্দ অধ্যক্ষ ওমর ফারুক এবং সাংবাদিক আনোয়ারুল ইসলাম সাগরের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY