ওসি অাহমেদ কবীরের যোগদানে দৌলতপুরে পাল্টে গেছে পুলিশের চিত্র

0
2714

রনি অাহমেদঃ স্বনামধন্য ওসি অাহমেদ কবীর। তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানাতে যোগদানের পরই পাল্টে গেছে পুলিশের চিত্র। পুলিশ শাসক নয়, শোসক নয়; পুলিশ জনগণের সেবক। এই মন্ত্রে উজ্জীবিত এখন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশের সকল সদস্য। তাই হ্রাস পেয়েছে পুলিশ কর্তৃক মানুষের হয়রানি। ন্যায় বিচারের মূলে পুলিশের নিরপেক্ষতা এবং সততা। এর সাথে জড়িয়ে রয়েছে দেশের অন্যতম একটি বাহিনীর ভাবমুর্তি। একমাত্র এ বাহিনীটিকেই জনসাধারণের সংস্পর্শে যেতে হয়, পেশাদারিত্বের স্বার্থে। তাই অনেক সময় বিভিন্ন কারনে বা অকারনে লোভ ও লালসার বশবর্তী হয়ে পড়েন কিছু সদস্য। এসব বিষয় বিবেচনায় রেখেই সাহসী কিছু উদ্যোগ নিয়েছেন ওসি অাহমেদ কবীর। সকল শক্তি অপশক্তিকে উপেক্ষা করে তাঁর দূরদর্শিতার ফলে প্রতিদিনই উদ্ধার হচ্ছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য,অস্ত্র  এবং আটক হচ্ছে মাদক ব্যবসায়ী-পাঁচারকারী এবং মাদকসেবী, ও উদ্ধারে অতীতের রেকর্ড ছাড়িয়েছে। গত ১৭/০১/১৭ তারিখে অাহমেদ কবীর হোসেন ওসি হিসেবে যোগদান করার পরে মাদক ধরে মামলা দিয়েছে ২৯ টি,   অস্ত্র মামলা হয়েছে ২ টি।মাদকের অাসামী গ্রেফতার হয়েছে ৬৬, অন্যান্য অাসামী ৩১ জন গ্রেফতারি পরোয়ানা ও সাজা প্রাপ্ত ৬৪ জন অাসামী কে গ্রেফতার করা হয়েছে  জামাত শিবির ৪ জন ট্রাকসহ চোরাই ৬ টি গরুসহ ৮ জন কে গ্রেফতার করা হয়েছে । গাঁজা উদ্ধার হয়েছে ১১ কেজি ৮৫০ প্রাম, ফেন্সিডিল ১৯২ বোতল, ইয়াবা ট্যাবলেট ২২২ পিচ, দুই অস্ত্র তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তাছাড়া দৌলতপুরে তার যোগদানের পর পাল্টে যায় পুলিশের চিত্র, পরিবর্তন আসে সকল ক্ষেত্রে। তাঁর দক্ষ তদারকিতে পেশাদারিত্ব আসে মাঠপর্যায়ের সদস্যদের মাঝেও। পুলিশ সদস্যদের বিরুদ্ধে দীর্ঘ দিনের অভিযোগ-অপবাদ অবসান ঘটেছে। এবং অাহমেদ কবীর হোসেনের বিচক্ষণতা অনেকাংশেই প্রসংশার দাবী রাখে।এবং দৌলতপুর উপজেলা সাধারন জনগণ ওসি অাহমেদ কবীর হোসেন কে ধন্যবাদ জানিয়েছে।এব্যপারে ওসি অাহমেদ কবীর হোসেন জানান অামার কাছে কোন মাদক,অস্ত্র ব্যাবসায়ী ও সন্ত্রাসীর কোন ছাড় নাই অামি যতদিন অাছি মাদক,অস্ত্র ব্যাবসায়ী ও সন্ত্রাসীর বিরুদ্ধে কাজ করে যাব।

LEAVE A REPLY