সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে নকল সোনার মুর্তিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এই প্রতারনার সাথে জড়িত ৪ জনকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো- উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতালীবাগ গ্রামের গোলাম মোস্তফার ছেলে সুলতান হোসেন (২৫), পারুইল উচাপাড়া গ্রামের মৃত তাজেম উদ্দিনের ছেলে ভন্ড কবিরাজ হারুনুর রশিদ (৬০), বড় মানিক গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী নুরুজাহান (৪৮) ও পাঁচবিবি পৌর শহরের স্টেশন রোড হক জুয়েলাসের আলাউল হক (৪৫)। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, উপজেলার কুসুম্বা ইউনিয়নের সারারপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আব্দুল মান্নান (৫০) সহ কয়েক জন থানায় এসে অভিযোগ করেন যে, নকল সোনার মূর্তি ব্যাবসার সাথে জড়িত একটি প্রতারক চক্র তাদেরসহ এলাকার অনেককে ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারিতদের এমন অভিযোগের ভিত্তিতে, পুলিশ প্রথমে একই উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতালীবাগ গ্রামের গোলাম মোস্তফার ছেলে সুলতান হোসেন (২৫) কে আটক করে। পরে তার স্বীকার উক্তি অনুযায়ী উপজেলার পারুইল উচাপাড়া গ্রামের মৃত তাজেম উদ্দিনের ছেলে ভন্ড কবিরাজ হারুনুর রশিদ (৬০), বড় মানিক গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী নুরুজাহান (৪৮)ও স্টেশন রোড হক জুয়েলাসের আলাউল হক (৪৫) কে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের কাছ থেকে একটি নকল সোনার মূর্তিও উদ্ধার করা হয়। ওসি আরো জানান, এ ব্যাপারে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা এমন প্রতারনার সাথে দীর্ঘ দিন ধরে জড়িত থেকে নিরীহ মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ সূত্র নিশ্চিত করেছে।