রনি আকন্দ কালাই(জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে অপহরনের ২০ ঘন্টা পর দ্বিতীয় শ্রেণীর ছাত্র ওয়াহেদ শামীম সোহেল (৮) এর লাশ উদ্ধার করে কালাই থানা পুলিশ। শিশুটি কালাই পৌর সদর ৯ নং ওয়ার্ড মুন্সিপাড়ার ছ-মিল ব্যবসায়ী আঃ গফুর (তোতা) একমাত্র ছেলে। শিশুটি স্থানীয় কাকলী শিশু নিকেতন ও সদর জুনিয়র হাইস্কুল এর দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। শিশুটির মা জাকিয়া বেগমের কাছ থেকে জানা যায়, শুক্রবার আনুমানিক সকাল সারে দশটায় খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাবার পর আর ফিরে আসেনি। কে বা কারা তাকে অপহরন করে। অনেক খোজা-খুজির পর তাকে না পেয়ে তার বাবা শুক্রবার দিবাগত রাত ১১.২৫ মিনিটে কালাই থানায় অজ্ঞাত নামায় একটি অপহরন মামলা দায়ের করেন। শনিবার ভোর ৬.৩০টায় তার নিজ বাড়ি থেকে প্রায় দু-শো গজ দূরে প্রতিবেশী সাঈদ এর খরের পালার পাশে, কাজ করতে গেলে জালালের স্ত্রী রাহেনা খাতুন শিশুটির লাশ দেখে চিৎকার করলে লোকজন ছুটে আসে। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। কালাই থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান চৌধুরী বলেন, শিশুটি নিখোঁজের পর তার বাবা রাতে ৭/৩০ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করেন, মামলা নং- ০৩। শনিবার সকালে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ মামলায় কেউ গ্রেফতার হয়নি তবে রহস্য উৎঘাটনের জন্য কালাই থানা পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।