রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে ২০০ বোতল ফেন্সিডিলসহ ঢাকা মেট্রো খ -১২-৩২৫৯ নাম্বারের একটি প্রাইভেট কার অাটক করেছে দৌলতপুর থানা পুলিশ।তবে এঘটনায় কাও কে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শির
া জানান মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এ এস আই অাবুল কালাম অাজাদ সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ডাংগের বাজার সেন্টার মোড়ে বেরিকেট দিলে প্রাইভেট কারটি পুলিশের গাড়ীতে ধাক্কা দিয়ে পালিয়ে যাই।পরে পুলিশ ধাওয়া করে প্রাগপুর সরকার পাড়া এলাকা থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেট কারটি কে অাটক করে।তবে তখন গাড়ী চালকসহ গাড়ীতে থাকা সবাই পালিয়ে যাই।এব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাহমেদ কবীর হোসেন সাংবাদিকদের জানান ২০০ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেট কার অাটক করে দৌলতপুর থানায় মামলা করা হয়েছে।