মহেশপুরে জামায়াতের পৌর আমীরসহ ৯ মহিলা আটক

0
115

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গতকাল রোববার বিকালে মহেশপুর পৌর এলাকার বোঁচিতলা গ্রামের সাবেক পৌর কাউন্সিলর জামায়াত নেতা শহীদুল ইসলাম বিশ্বাসের বাড়ীতে জামায়াতের গোপন বৈঠক করার সময় পৌর জামায়াতের আমীরসহ ৫ মহিলা কে আটক করা হয়েছে। থানার ডিউটি অফিসার এএসআই আব্দুস সাত্তার জানান, রোববার বিকাল ৪টার দিকে মহেশপুর থানার পুলিশ পৌর এলাকার বোঁচিতলা গ্রামের সাবেক পৌর কাউন্সিলর জামায়াত নেতা শহীদুল ইসলাম বিশ্বাসের বাড়ীতে জামায়াতের গোপন বৈঠক করার সময় পৌর জামায়াতের আমীর বগা একই গ্রামের গোলাম রহমান (৬৪), পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও অফিস সেক্রেটারী বাজার পাড়ার ফজলে ইলাহী (৫৭) ,বোঁচিতলা গ্রামের শহদিুল ইসলামের ছেলে নাজমুস সাকিব (২০),রাকিবুল হাসিব (১৮) ,মহেশপুর মোল্লাপাড়ার জামায়াত নেতা এনামুজ জহিরের স্ত্রী সুফিয়া বকুল (৪০),জলিলপুর বাজার পাড়ার মশিয়ার রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৩২),মহেশপুর বারইপাড়ার অমেদুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুন (৪৫),মহেশপুর পোষ্ট অফিস পাড়ার রফিক চৌধুরীর স্ত্রী চায়না বেগম (৪৫)ও বোঁচিতলার শহীদুল ইসলামের স্ত্রী বিলকিস খাতুন (৪৬) কে আটক করেছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,বোঁচিতলা গ্রামের সাবেক পৌর কাউন্সিলর জামায়াত নেতা শহীদুল ইসলাম বিশ্বাসের বাড়ীতে জামায়াতের গোপন বৈঠক করার সময় তাদেরকে আটক করা হয়েছে। আটক কৃতদের কাছ থেকে জিহাদী বই,লিফলেট,চাঁদা আদায়ের রশিদ ও বিষফোরক দ্রব পাওয়া গেছে। এ ঘটনায় তাদে নামে থানায় মামলা হয়েছে।

LEAVE A REPLY