দৌলতপুরে বসত বাড়ীতে আগুন

0
761

দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বোয়ালীয়া ইউনিয়নের কিশোরনগোর গ্রামের এর মৃত উছমানের ছেলে রব্বান (৬৫) ও রব্বানের  ছেলে মনিরুল( ৩২)বাড়ীতে গত মঙ্গলবার দুপুর ৩ঃ৩০  মিনিটে রান্নার সময় রান্নাঘরের আগুন থেকে আগুনের শুত্রপাত হয় বলে জানাগেছে। এলাকাবাসী জানান মনিরুল ইসলাম এর রান্নাঘর থেকে আগুন লাগে, তার রান্নাঘর মূলত পাঠকাঠির তৈরী রান্না করার সময় ঘরের বেড়ায় আগুন লাগলে দ্রুত পুরো রান্নাঘরে ছড়িয়ে যায়, রান্না ঘরের সাথেই বসত বাড়ী, রেহাই পাইনি আগুনের হাত থেকে তার কাচা বসত বাড়ীর চারটি রুম। রুমের মধ্যে থাকা আসবাব পত্র সহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মোঃ মনিরুল ইসলাম সাংাদিকদের জানায় ২ লাক্ষ   টাকার মত ক্ষতির পরিমান হতে পারে বলে ধারনা করছি।তিনি আরো জানান তারা বিগত দিন ভূমিহীন ছিল ২০১৬ সালে বাড়ির জমিটা ক্রয় করেছে।

LEAVE A REPLY