সাংবাদিক জামিরুল ইসলাম বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করলেন

0
244

আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দৈনিক আজকের আলো পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক জামিরুল ইসলাম গতকাল বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেছেন। তিনি আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের মরহুম জালাল উদ্দিন খাঁ ও মরহুমা হালিমা খাতুনের সেজো পুত্র। তিনি বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক কর্মকা-ে জড়িয়ে আছেন। তিনি আলমডাঙ্গা উপজেলা সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য, উপজেলা সাধুগুরু ফাউন্ডেশনের নির্বাহী সদস্য, উপজেলা সাধু বাউল কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক, আলমডাঙ্গা উপজেলার আলাউদ্দিন আহমেদ পাঠাগারের নির্বাহী সদস্য, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের নির্বাহী সদস্য। ইতোপূর্বে তিনি দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক কুষ্টিয়াসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি তার মহান শিক্ষকতা পেশাকে বুকে ধারন করে নিজের পথকে সুগমের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। আলমডাঙ্গা প্রেসক্লাবের সকল সাংবাদিক তার এই যোগদানে তার কর্মময় জীবনের সফলতা কামনা করে অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY