দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহতঃঅস্ত্র গুলি উদ্ধার

0
620

রনি অাহমেদ:কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সেলিম (৩২) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।নিহত সেলিম উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামের অালেক অালীর ছেলে।এঘটনায় এ এস আই সাহেব অালীসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন।পুলিশের দাবি,নিহত সেলিম অান্তজেলা ডাকাত দলের সর্দার।বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। এসময় ঘটনা স্থাল থেকে পুলিশ দুইটি সার্টার গান, এক রাউন্ড গুলিসহ দুইটা দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার করে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অাহমেদ কবীর হোসেন জানান অাদাবাড়ীয়া-শেহালা  সড়কের অাদাবাড়ীয়া বান্দা বটতলা এলাকায় একদল দূষ্কৃতিকারী ডাকাত অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম,এস আই শাহাদাৎ হোসেন,এ  এস আই সাহেব অালী, এবং তেকালা পুলিশ ক্যাম্পের আই সি এ এস আই অাসাদসহ পুলিশের একটি টহল দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি বর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ নিজেদের আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। পুলিশ এবং ডাকাতদের মধ্যে প্রাই ২০/২৫ মিনিটে ৩৩ রাউন্ড গুলিবিনিময় হয়।এক পর্যায়ে ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটে।পরে পুলিশ ঘটনাস্থল ও তার আশপাশ এলাকায় তল্লাশি চালালে রাস্তার ধারে গুলিবিদ্ধ অবস্থায় সেলিম নামে এক অান্তজেলা ডাকাত সর্দারের  মরদেহ পড়ে থাকতে দেখে।উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র।পুলিশ নিহত ডাকাত সর্দারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।ওসি অারো জানান নিহত  সেলিম অান্তজেলা ডাকাত দলের সর্দার তার নামে দৌলতপুর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, অপহরণ,ডাকাতি,চাঁদাবাজি, বিস্ফোরক, অস্ত্রসহ প্রাই ১০ টার ও বেশি মামলা রয়েছে।রনি অাহমেদ:কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সেলিম (৩২) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।নিহত সেলিম উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামের অালেক অালীর ছেলে।এঘটনায় এ এস আই সাহেব অালীসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন।পুলিশের দাবি,নিহত সেলিম অান্তজেলা ডাকাত দলের সর্দার।বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। এসময় ঘটনা স্থাল থেকে পুলিশ দুইটি সার্টার গান, এক রাউন্ড গুলিসহ দুইটা দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার করে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অাহমেদ কবীর হোসেন জানান অাদাবাড়ীয়া-শেহালা  সড়কের অাদাবাড়ীয়া বান্দা বটতলা এলাকায় একদল দূষ্কৃতিকারী ডাকাত অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম,এস আই শাহাদাৎ হোসেন,এ  এস আই সাহেব অালী, এবং তেকালা পুলিশ ক্যাম্পের আই সি এ এস আই অাসাদসহ পুলিশের একটি টহল দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি বর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ নিজেদের আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। পুলিশ এবং ডাকাতদের মধ্যে প্রাই ২০/২৫ মিনিটে ৩৩ রাউন্ড গুলিবিনিময় হয়।এক পর্যায়ে ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটে।পরে পুলিশ ঘটনাস্থল ও তার আশপাশ এলাকায় তল্লাশি চালালে রাস্তার ধারে গুলিবিদ্ধ অবস্থায় সেলিম নামে এক অান্তজেলা ডাকাত সর্দারের  মরদেহ পড়ে থাকতে দেখে।উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র।পুলিশ নিহত ডাকাত সর্দারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।ওসি অারো জানান নিহত  সেলিম অান্তজেলা ডাকাত দলের সর্দার তার নামে দৌলতপুর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, অপহরণ,ডাকাতি,চাঁদাবাজি, বিস্ফোরক, অস্ত্রসহ প্রাই ১০ টার ও বেশি মামলা রয়েছে।

LEAVE A REPLY