কুষ্টিয়া জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহন ও প্রশাসকের বিদায়

0
254

মাহমুদ হাসান: কুষ্টিয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম দায়িত্ব গ্রহন করেছে। গতকাল তার দায়িত্ব গ্রহনের পাশাপাশি প্রশাসক জাহিদ হোসেন জাফরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া দৌলতপুর আসনের সাংসদ আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল বায়েছ মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান , সাধারন সম্পাদক আজগর আলী। এসময় বক্তারা বলেন, কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান এর বিজয় মানে আরেক বার প্রমানিত হল কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের দুর্গ। জননেত্রী শেখ হাসিনা ও কুষ্টিয়ার উন্নয়নের রুপকার বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ এমপির হাতকে শক্তিশালী করতে এ বিজয় আরো এক ধাপ এগিয়ে নেবে। বক্তারা আরো বলেন, কুষ্টিয়া জেলা পরিষদ স্থানীয় সরকারের উন্নয়নের চালিকা শক্তি। সরকারের তৃনমুল পর্যায়ের উন্নয়ন জেলা পরিষদ এর মাধ্যমে জনগনের দোড় গোড়ায় পৌছে দেওয়া হয়। বর্তমান চেয়ারম্যান হাজ্বী রবিউল ইসলাম একজন দক্ষ ও যোগ্য ব্যাক্তি তিনি কুষ্টিয়ার উন্নয়নের সরাথী জননেতা মাহবুব উল আলম হানিফ এর মাধ্যমে কুষ্টিয়া মেডিকেল কলেজ, হরিপুর সেতু, বাইপাস সড়ক এর মত বৃহত উন্নয়ন করেছেন। কুষ্টিয়া জেলা পরিষদ হাজ্বী রবিউল ইসলামের হাতের ছোয়ায় উন্নয়নের রোল মডেলে পরিনত হবে। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পরিষদের চেয়ারম্যান হাজ্বী রবিউল ইসলামকে জেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ শাহিনুজজামান।

LEAVE A REPLY