দৌলতপুরে গরু ব্যাবসায়ীর ৬ লক্ষ টাকা ছিনতাই, ডাকাত সদস্য গুলিবিদ্ধ : আটক ২

0
1552

দৌলতপুর প্রতিনিধিঃকুষ্টিয়ার দৌলতপুরে রাস্তাই কাঠের গুড়ি ফেলে গরু ব্যাবসায়ীদের ৬ লক্ষ টাকা ছিনতাই করা হয়ছে।এসময় সালাম (২৫) নামে এক ডাকত সর্দারকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। সালাম উপজেলার বাগুয়ান কলেজ পাড়া গ্রামের মৃত্য আব্দুর রহমানের ছেলে।পুলিশের দাবি, আহত সালাম আন্তজেলা ডাকাত দলের সদস্য। মুঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ছিনতায়ের এঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনা স্থল থেকে ছিনতাই কাজে ব্যাবহার কৃত মোটরসাইকেল ,কাঠ কাটা করত, গাছের গুড়ি, ছিনতাই কৃত টাকার ৬ লক্ষ  মধ্যে ৬ হাজার টাকা উদ্ধার করে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর হোসেন জানান আদাবাড়ীয়া থেকে ডাংমড়কা মধ্যবর্তী ফাকা মাঠে একদল দূষ্কৃতিকারী ডাকাত গাছের গুড়ি ফেলে গাড়ির গতিরোধ করে ছিনতাই করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস.আই সাইফুল ইসলামের নেতৃত্বে, এস, এ.এস. আই সাহেব আলী, এবং তেকালা পুলিশ ক্যাম্পের আই,সি এ.এস.আই আসাদসহ পুলিশের একটি টহল দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি বর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটায়।পুলিশ নিজেদের আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। পুলিশ এবং ডাকাতদের মধ্যে প্রাই ২০/২৫ মিনিটে ১৩ রাউন্ড গুলিবিনিময় হয়।এক পর্যায়ে ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থল ও তার আশপাশ এলাকায় তল্লাশি চালালে রাস্তার ধারে গুলিবিদ্ধ অবস্থায় সালাম নামে এক আন্তজেলা ডাকাত সর্দারকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পুলিশ আহত ডাকাত সর্দারকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।আহত সালাম পুলিশের নিকট পলাতক আসামীদের নাম করলে পুলিশ অভিযান চালিয়ে মথুরাপুর সরকার পাড়া গ্রামের হাজী মোঃএলাহী সরকারের ছেলে শরিফুল (৪৫) কে অাটক করে।ওসি আরো জানান আহত সালাম ও শরিফুলকে আটক করা হয়েছে এব্যাপার ৯ জনকে অাসামী করে এস আই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছে মামলা নং ৩০।

LEAVE A REPLY