দৌলতপুরে আওয়ামী লীগের উদ্দোগে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
179

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার আল্লারদর্গা নূরুজ্জামান বিশ্বাস অডিটেরিয়ামে দৌলতপুর আওয়ামী লীগের উদ্দোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বিকেলে আল্লারদর্গা অডিটেরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ হোগলবাড়ীয়া ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান লস্কর, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান আবু ইউসুফ লালু, মহিউল ইসলাম মহি, ফজলুল হক চেয়ারম্যান, শাহ আলমঙ্গীর চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য খন্দকার আব্দুল্লাহ হেল বাঁকী ও নাসির উদ্দীন মাষ্টার, যুবলীগ নেতা বখতিয়ার রহমান বাচ্চু, এমরান হোসেন কলিন্স, রেফায়েতপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মানিক উদ্দীন মেম্বর, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম হালসানা,ওসি আহাম্মেদ কবির হোসেন,মকবুল হোসেন চেয়ারম্যান,জামিরুল ইসলাম বাবু,আয়েজ উদ্দীন মাষ্টার, যুবলীগ নেতা আব্দুল কাদের, টিপু নেওয়াজ, ওয়াসিম কবিরাজ,আঃ হামিদ চেয়ারম্যান মামুন কবিরাজ, প্রমূখ। অনুষ্ঠানে এলাকার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান,আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন, অনুষ্ঠানটি সঞ্চালন করেন আফাজ উদ্দীন মাষ্টার। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি চারণ করতে বলেন আজ থেকে ৪৬ বছর আগে পাকিস্থানের সামরিক সরকার নিরস্ত্র বাঙালীর উপর যে গণ হত্যা চালিয়ে ছিল, সেই ভয়াবহ দিনের কথা ভুলে নাই, ৩০ লাখ বাঙলীর রক্ত ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া স্বাধীনতার কথা চিরদিন স্বরণ করবে। জাতির জনক অবিসংবাদিত নেতা ও মুক্তি যুদ্ধের সর্বাধিনায়ক বাংলার মাটিকে মুক্ত করেন। বক্তারা দাবী করেন তাঁর হত্যার পলাতক আসামীদের দেশে এনে রায় কার্যকর করার দাবী জানান। শেষে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন সকল নেতাদের আত্বার শান্তি কামনা করে দোয়া করা হয়

LEAVE A REPLY