কুষ্টিয়ায় স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

0
190

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার মোল্লাতেঘরিয়া মডেল স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাস্তুহারালীগ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাজী হারুন অর রশীদ। এসময় তিনি বলেন, বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে আলোচিত, সবচেয়ে  গৌরবের স্মৃতি নিয়ে আবারও ফিরে এসেছে চির অম্লান, আনন্দ-বেদনার আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি। মৃত্যুপণ লড়াই করে বীর বাঙালি জাতি ছিনিয়ে এনেছে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন-স্বাধীনতা। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশের অর্থনৈতিক কর্মকান্ড এগিয়ে চলেছে। সর্বক্ষেত্রে উন্নয়নের ও অগ্রগতির চিত্র দেখা যাচ্ছে। নিজেরা স্বাবলম্বী হতে শিখেছি। কৃষি, শিক্ষা, শিল্প, ক্রীড়া, সাংস্কৃতিকসহ সব ক্ষেত্রেই জয়জয়কার। তবে এসব সফলতা ধরে রাখতে আমাদের সকলকে মুক্তিযুদ্ধের শিক্ষায় উজ্জীবিত হয়ে দেশ মাতৃকায় দায়িত্ব পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। মোল্লাতেঘরিয়া মডেল স্কুলের প্রিন্সিপ্যাল নাজমুল ইসলাম নাসিমের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, বাস্তুহারালীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমান মন্টু, বাংলাদেশ কিন্ডার গর্টেন এ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারন সম্পাদক আতিকুল গণি। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

LEAVE A REPLY