মিরপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

0
168

আলম মন্ডল : যথাযোগ্য মর্যাদায় কুষ্টিয়ার মিরপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,উপজেলা আওলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিলো শহীদ মিনারে পুষ্পার্ঘ প্রদান, আলোচনা সভা প্রভৃতি। সকালে শহীদ মিনারে ফুল দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান ও কর্মকর্তাবৃন্দ। পরে বাংলাদেশ আওয়ামীলীগ ও যুলীগ,উপজেলা জাসদ, উপজেলা বিএনপি’র উপজেলা শাখার নেতৃবৃন্দ ফুল দেন। এছারাও মিরপুর পৌরসভার পক্ষে মেয়র হাজী এনামুল হক পুস্পমাল্য অর্পন করেন। এ সময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)সুবর্ণা রানী সাহা, ওসি রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছেলেন।

LEAVE A REPLY