হাফিজুল ইসলাম: “সোঁনালী আঁশের সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উচ্চ ফলনশীল (উবশী) পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন শীর্ষক প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে পাটচাষীদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে নির্বাচিত পাটচাষী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের যুগ্ম সচিব আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, সহকারী প্রকল্প পরিচালক যশোর অঞ্চল কামাল উদ্দিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা সোহরাব উদ্দীন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পাটচাষী অংশগ্রহণ করেন। অতিথি পাট অধিদপ্তরের যুগ্ম সচিব আব্দুল জলিল তার বক্তব্যে বলেন, পাট বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকারী ফসল। এই অঞ্চলে সোনালী আঁশ হিসেবে পরিচিত এ ফসলটির সাথে আমাদের সংস্কৃতির ঐতিহ্য জড়িত। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে পাটের হারানো গৌরব এবং সুমহান ঐতিহ্যকে সমুন্নত রাখার দৃপ্ত প্রয়াসে বর্তমান কৃষি বান্ধব, পরিবেশ বান্ধব ও পাটবান্ধব সরকার নিরলস প্রচেষ্টা অব্যহত রেখেছে। পাটচাষীদের প্রত্যাশা পুরণের যে অভিযাত্রা শুরু হয়েছে তা জাতীয় অর্থনীতিকে শক্ত ভীত্তির উপর দাঁড় করানো সরকারের বাসত্মব পদক্ষেপ গ্রহণের ফসল। পাটের স্বর্ণোজ্জ্বল ভবিষ্যৎ বির্নিমানে বর্তমান সরকারের সুষ্ঠু পরিকল্পনার ভিত্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিরমত্মর কাজ করে যাচ্ছে।