রনি অাহমেদঃকুষ্টিয়ার দৌলতপুরে বজলু রহমান (৪০) নামে বিশ্বাস এগ্রো ফুড লিঃ এর এক শ্রমিক সর্দারকে অপহরণের পর হত্যা করা হয়, তারই বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে এলাকাবাসী।৪ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় আল্লারদর্গা বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনে এলাকার হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করে বজলু হত্যার বিচারের দাবী জানায়। বিক্ষোভ মিছিল শেষে মানব বন্ধনে বক্তব্য রাখেন হোগলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ সেলিম উদ্দীন চৌধূরী, জেলা পরিষদের সদস্য মোঃ আছাদুজ্জামান লোটন চৌধূরী, নাহারুল ইসলাম, বজলুর স্ত্রী রোকেয়া খাতুন ও মেয়ে স্কুল ছাত্রী লিলি খাতুন, বক্তারা জানায় এলাকার জয়ভোগা গ্রামের আজিজুলের ছেলে জিয়া বজলুকে ডেকে নিয়ে যায়, সে গ্রেফতার হলেও অদৃশ্য কারণে পুলিশ হত্যার সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি, বিধায় বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনের মাধ্যমে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।এব্যাপারে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃঅাজগার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান মামলাটি অামরা অামাদের মতো তদন্ত করছিলাম অাসামিও অাটক করেছিলাম কিন্তু মামলাটি বর্তমানে সি অাই ডি নিয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, উপজেলার আল্লারদর্গা চামনাই গ্রামের খোদাবক্সের ছেলে বিশ্বাস এগ্রো ফুড লিঃ এর শ্রমিক সর্দ্দার বজলু ১২ মার্চ রবিবার বিকেল থেকে নিখোঁজ হয়। ১৩ মার্চ সোমবার সকালে চামনাই গ্রামের মাঠের মধ্যে একটি তামাক ক্ষেতের ভিতর বজলুকে হাত-পা বাঁধা মুমুর্ষ অবস্থায় দেখতে পেয়ে মাঠের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়, পরে সেখাকার কর্তব্যরত চিকিৎসক বজলুকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সকাল ১০টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত বজলুর শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। দূবৃর্ত্তরা তাকে অপহরনের পর হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করে ও মুখে বিষ দিয়ে মৃত নিশ্চিৎ ভেবে তামাক ক্ষেতের ভিতর ফেলে রাখে। জানাগেছে গত ৯ মার্চ বৃহস্পতিবার রাতে কেবাকারা বজলুর বাড়ীতে আগুন লাগায়ে পালিয়ে যায়, দূবৃত্তরা তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে ছিল, এ ব্যাপারে সে থানায় জিডি করে ছিল। এ ঘটনায় লেবার শ্রমিক মনির ও জিয়া নামে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।প্রশাসন এ ব্যাপারে এ পর্যন্ত কোন ক্লু উদ্ধার করতে পারেনি বলে পরিবারটি চরম হতাসা গ্রস্থ হয়ে পড়েছে
Home অপরাধ ও দুর্নীতি দৌলতপুরে বিশ্বাস এগ্রোফুডের শ্রমিক সর্দার বজলু হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন