আলমডাঙ্গায় পরীক্ষার হল থেকে গাঁজাসহ আটক এইচএসসি পরীক্ষার্থী ১৫ দিনের কারাদন্ড ও নকলের দায়ে ১ জন বহিষ্কার

0
323

চুয়াডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় আওয়ালুল মুরসালিন নামের বিএম শাখার এক পরীক্ষার্থিকে গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার মঞ্জুরুল ইসলামের ছেলে আওয়ালুল মুরসালিন নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের বিএম শাখা থেকে এ বছর এইচ এইচ এস সি পরীক্ষা দিচ্ছে। গতকাল আলমডাঙ্গা আলিম মাদ্রাসা কেন্দ্রে সে বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন পার্ট -২ বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র পরিদর্শক উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে পরীক্ষার্থী আওয়ালুল মুরসালিনের দেহ তাল্লাশী করার সময় মানিব্যাগ থেকে কাগজে মোড়ানো অবস্থায় এক পুরিয়া গাঁজা উদ্ধার করেন। ইমরুল হক বলেন, আওয়ালুল মুরসালিনের আচরন সন্দেহজনক মনে হলে তার প্যান্টের পকেট এবং মানিব্যাগ তল্লাশি করি। উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই

LEAVE A REPLY