রনি অাহমেদ: কুষ্টিয়ার দৌলতপুরে ১৫০ বোতল ফেন্সিডিলসহ অানারুল(২৮) নামে এক মাদক ব্যাবসায়ী কে অাটক করেছে দৌলতপুর থানা পুলিশ।অাটকৃত অানারুল উপজেলার বইরাগীর চর গ্রামের ফরাদ প্রমানিকের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস আই শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বইরাগীর চর এলাকা থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে অাটক করে।পুলিশ অারো জানান অাটকৃত অানারুল দির্ঘদীন ধরে মাদক ব্যবসা করে অাসছিল।এব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাহমেদ কবীর হোসেন সাংবাদিকদের জানান অানারুল নামে এক মাদক ব্যবসায়ী কে অাটক করা হয়েছে এবং তার নামে দৌলতপুর থানায় একটি মাদকের মামলা দায়ের করা হয়েছে।