আলমডাঙ্গার পোয়ামারী গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ২ লক্ষ্যধিক টাকা ডাকাতি

0
211

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পোয়ামারী গ্রামের এক ব্যক্তির বাড়িতে থেকে দুর্বৃত্তরা প্রবেশ করে ২ লাখ ১৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। তাদের অসংলগ্ন কথা ও ইতিপর্বের কয়েকটি ঘটনার কারনে  প্রতিবেশিরা বিষয়টি রহস্যজনক বলে মনে করছে। জানা গেছে,আলমডাঙ্গার পোয়ামারী গ্রামের নীলচাঁদ মন্ডলের ছেলে আব্দুস সালামের বাড়িতে বুধবার রাতে রহস্যজনক ছিনতাইয়ের ঘটনা ঘটে। সালাম জানান, গত বুধবার হাটে সে ২ লাখ ১৬ হাজার টাকায় গরু বিক্রি করে। গরু বিক্রির এ টাকা তার বাড়িতে ছিল। শনিবার দিবাগত রাতে ৩/৪ জন দুর্বৃত্ত তাদের বাড়িতে গিয়ে ঘরের ভেতর সবাইকে আটকিয়ে বাক্স থেকে টাকা বের করে নিয়ে চলে যায়। এদিকে তাদের বাড়িতে এমন একটি ঘটনা ঘটলেও প্রতিবেশিরা কেউ টের না পাওয়া সহ তাদের কথাবার্তা রহস্যজনক মনে হওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে আসলেই ঘটনাটি ঘটেছে কিনা তা নিয়ে সন্দেহে দেখা দিয়েছে।  এদিকে ওইদিন ভোর রাতে পুলিশ বেলগাছি গ্রামের মনির উদ্দিন মালিতার ছেলে বাবু ও একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে  আলমকে আটক করে তদন্ত শুরু করে। তদন্তে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ না পেয়ে সন্ধ্যায় দু’জনকে মুক্তি দেয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY