দৌলতপুর মহিষকুন্ডি হাইস্কুলের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

0
457

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মহিষকুন্ডি হাইস্কুলের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গত ৫ এপ্রিল থেকে পাঁচদিন ব্যাপী খেলা-ধুলা শেষে গত রবিবার বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রাগপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম হালসানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আলম হোসেন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রক্তন প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন, প্রধান শিক্ষক হাজী মোঃ আরিফুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ মইনুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী প্রমুখ। জানাগেছে বিদ্যালয়টি ১৯৬৩ সালের ৯ ই এপ্রিলে প্রতিষ্ঠিত হয়, অনুষ্ঠানের শোভা বর্ধনের জন্য এলাকার বিশিষ্ট ব্যাক্তি,প্রাক্তন ছাত্র/ছাত্রী, অভিবাবক,বিভিন্ন শ্রেণি পেশার দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY