দৌলতপুরে মৎসজীবী সমবায় সমিতির উদ্দোগে হিসনা নদীতে মৎস চাষ প্রকল্প উদ্বধোন

0
219

এস এম সরোয়ার পারভেজ : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার নারায়ন পুর ঈদগাপাড়া মৎসজীবী সমবায় সমিতির উদ্দোগে হিসনা নদীতে মৎস চাষ প্রকল্পের উদ্বোধন করাহয়েছে।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা শেখ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক টিপু নেওয়াজ, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দেওয়ান হাপিজুর রহমান।
সভাপতিত্ব করেন তুরাব আলী
উক্ত মৎস চাষের জন্য নিলামকৃত ৪১.১০ একর হিসনা নদীটি জেলা প্রশাসকের পক্ষ থেকে মথুরাপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাসির উদ্দিন, নারায়ন পুর ঈদগাপাড়া সমবায় সমিতির সভাপতির তুরাব আলী নিকট হসতান্তোর করেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিপু নেওয়াজ, নাসির উদ্দিন তুরাব আলী।
বক্তব্য শেষে সমবায় কর্মকর্তা নদীতে মাছের পোনা ছেড়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

LEAVE A REPLY