রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর দর্গা বাড়ী হযরত শাহ্ রউপ (রঃ)এর মাজার শরীফে ওরশ মোবােক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার পুলিশ পরির্দশক তদন্ত আজগার হোসেন।আর উপস্থিত ছিলেন মাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি টিপু নেওয়াজ, সাধারন সম্পাদক সাক্কির আহমেদ অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু বিশ্বাস, সমাজ সেবক হারেজ আলী।উক্ত ওরশ মোবারকে মথুরাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই মিহির কুমার মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে কঠোর নিরাপত্তা প্রদান করছে। মাজারের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিকদের বলেন এই মাজার আমার জন্ম থেকে দেখে আসছি এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হযরত শাহ্ রউপের ভক্তরা আসে। বৃহঃবার দুপরে প্রধান অতিথির হাত থেকে তবারক বিতরর্নের মাধ্যমে ওরশ শুরু হয়।