রনি আকন্দ কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ প্রচন্ড তাপদাহ ও বিদ্যুৎ এর লোডশেডিংয়ে জয়পুরহাটের কালাইয়ে বিপর্যস্ত করে তুলেছে জনজীবন। লোডশেডিং এর কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ব্যাবসা-বাণিজ্যসহ অফিসগুলোতে দেখা দিয়েছে কাজ কর্মের স্থবিরতা। অতিরিক্ত গরমে কারণে অসুখ-বিসুখ ছড়িয়ে পড়ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাচ্ছে না। প্রচন্ড গরমে মানুষ দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরে, বিদ্যুতের অভাবে তীব্র গরমের হাত থেকে মুক্তি পেতে, গাছতলায়, পুকুর বা নদীর ধারে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে । অসহনীয় ভ্যাপসা গরমে নি¤œবৃত্ত মানুষগুলো কর্মস্থলে যেতে না পারায় সংসার চালাতে হিমসিম খাচ্ছে। ব্যাবসায়ীরাও কঠিন সমস্যায় পড়েছেন প্রায় জনশূন্য থাকায়। অতিরিক্ত গরমের কারণে, ডায়রিয়া, অমাশয়, নিমনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। ঠান্ডা হওয়ার জন্য মানুষ আইসক্রীম, ডাবের পানিসহ বিভিন্ন কোমল পানীয় খাচ্ছে।