সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি ভাবে কৃষকদের কাছ থেকে গম সংগ্রহ শুরু হয়েছে। আজ সোমবার বিকালে গম সংগ্রহ উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন আল ফারুক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রশিদ,ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ। চলতি মৌসুমে ২৮ টাকা কেজি মূল্যে ৩৩০ মে:টন: গম সংগ্রহ করা হবে। প্রতি কৃষক সর্বোচ্চ ৩ মে:টন গম সরবরাহ করতে পারবে।