পাঁচবিবিতে পোস্ট অফিসের অবহেলায় চাকরির পরীক্ষা দেয়া হলোনা মাফরুজার

0
434

সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাচবিবিতে পোস্ট অফিসের অবহেলার কারণে দানেজপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোবারক আলীর মেয়ে মাফরুজা বেগমের চাকরির পরীক্ষা দেয়া হলোনা। গত ১৯ মে বিমানবাহিনীতে পরীক্ষা দেয়ার কথা ছিল কিন্তু ২৩ মে পোস্ট অফিস থেকে চিঠি পায় মাফরুজা। পাঁচবিবি পোস্ট অফিস থেকে পৌর এলাকার দানেজপুর গ্রামে হেঁটে যেতে ৮ মিনিট সময় লাগলেও চিঠি পৌঁছতে সময় লাগল ৯ দিন। চিঠিতে স্পষ্ট নাম ঠিকানা লিখা থাকার পরও গাফিলতির কারনে সেটি উপজেলার দিবাকরপুর পোস্ট অফিসে পাঠানো হয়। গত ১৫ মে দিবাকরপুর পোস্ট অফিস থেকে পাঁচবিবি পোস্ট অফিসে ফেরত পাঠানো হয়। পাঁচবিবি পোস্ট অফিস থেকে ২২ মে প্রাপ্তির একটি ভুয়া সীল মেরে ২৩ মে চিঠিটি বিলি করা হয়। এ বিষয়ে পাঁচবিবি পোস্ট অফিস কর্তৃপক্ষের কাছ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। ভুক্তভোগী মাফরুজা বেগম বলেন,একটি দরখাস্ত করতে অনেক সময় ও অর্থ ব্যয় হয়। পোস্ট অফিসের গাফিলতির কারনে চাকরির পরীক্ষা দেয়া হলোনা। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। যাতে আমার মতো আর কারো ক্ষেত্রে এ ধরণের ঘটনা না ঘটে।IMG_20170524_134844

LEAVE A REPLY