নানা আয়োজনে নিউইয়র্কে ইউএসবাংলা২৪.কম’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উথযাপন

0
359

মাহাতাব উদ্দিন লালন ॥  নানা আয়োজনে নিউইয়র্কে বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউএসবাংলা২৪.কম’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত ২৪ মে সন্ধ্যায় ইউএসবাংলা২৪.কম’র সম্পাদক ও প্রকাশক আব্দুল হামিদ’র সভাপতিত্বে আমেরিকার নিউইয়র্কে’র জ্যাকসন হাইটসে অবস্থিত মিজবান রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক নাজমুন নেসা পিয়ারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের স্থায়ী মিশন’র ফার্স্ট সেক্রেটারী মোঃ নূর ইলাহী মিনা। এছাড়ও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ,সাপতাহিক বর্নমালা সম্পাদক মাহফুজুর রহমান,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী ও বিনিয়োগকারী,আনোয়ার হোসেন,কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান,আব্দুল হাসিব মামুন,বাংলাদেশ আমেরিকা ডেমক্রেটিক সোসাইটি’র সভাপতি খুরশেদ খন্দকার,জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক আবু তালেব, সাপ্তাহিক জনতার কণ্ঠের সম্পাদক এম.আলম,সাপ্তাহিক সন্ধানী’র সম্পাদক সন্দীপন কুমার,এটিএন বাংলা যুক্তরাষ্ট্র’র বার্তা সম্পাদক কানু দত্ত,চ্যানেল আইয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহম্মেদ,বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি রহিম হাওলাদার,বিক্রমপুর-মুন্সীগঞ্জ সমিতি ইউএসএ ইনক এর সভাপতি শাহাদত হোসেন,স্টেট আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, কমিউনিষ্ট নেতা সাদি মিন্টু,প্রথম আলো যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাব উদ্দিন সাগর ও তার স্ত্রী নূর নাহার মিন্নী,সাপ্তাহিক ঠিকানার যুকতরাষ্ট্র প্রতিনিধি আবুল কাশেম,কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক’র সাধারণ সম্পাদক আনিসুজ্জামান সবুজ,যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অতুল প্রসাদ রায়,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য গজনবী,সাংবাদিক এটিএম মাসুদ,আলমগীরকামরুজ্জামান জসিম,রবিউল ইসলাম,মমতাজ উদ্দিন,বিদ্যুৎ হোসেন প্রমুখ।

প্রধান অতিথি’র বক্তব্যে বিশিষ্ট লেখক ও সাংবাদিক নাজমুন নেসা পিয়ারী বলেন, আজকের এই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ প্রমান করে ইউএসবাংলা২৪.কম নিউইয়র্কে কতটা জনপ্রিয়।তিনি উল্লেখ করেন একটি পত্রিকা চালাতে একজন সম্পাদকের যে গুনাবলী প্রয়োজন তার সবটাই ইউএসবাংলা২৪.কম’র সম্পাদক আব্দুল হামিদের মধ্যে দেখলাম। যার কারনেই হইতো এত অল্পসময়ে এই পত্রিকাটি পাঠকের কাছে অতিপ্রিয় হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন,বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন পত্রিকা সারা বিশ্বব্যাপি ব্যপক জনপ্রিয় হয়ে উঠছে। আ এই জনপ্রিয়তায় ইউএসবাংলা২৪.কম পাঠক হৃদয়ে তার সুদৃড় অবস্থান তৈরী করবে এবং দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করবে। এসময় তিনি পত্রিকাটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। ইউএসবাংলা২৪.কম প্রতিষ্ঠা এক বছরেই নিউইয়র্কে বাংলা ভাষাভাষীদের কাছে অন্যতম একটি প্রধান নিউজ পোর্টাল হিসেবে বিবেচিত হয়েছে। প্রবাসে থেকেও দেশ ও দেশের মানুষের প্রতি যে দায়িত্ববোধ সেটা আমাদের সবাইকে অনুপ্রনিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জাতিসংঘের স্থায়ী মিশন’র ফার্স্ট সেক্রেটারী মোঃ নূর ইলাহী মিনা তার বক্তব্যে বলেন, এসময় তিনি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আব্দুল হামিদকে ধন্যবাদ জানিয়ে পত্রিকাটির সামনের পথচলায় শুভকামনা জ্ঞাপন করেন। ইউএসবাংলা২৪.কম এর সম্পাদক ও প্রকাশক আব্দুল হামিদ শুভেচ্ছা বক্তব্যে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান এবং পত্রিকাটির চলার পথে তাদের উপদেশমূলক সহায়তা কামনা করেন।

এসময় পত্রিকাটির এক বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়।
এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উত্তর আমেরিকা শিল্পকলা একাডেমীর সভাপতি মনিকা রায় ও তার দল। এছাড়াও সংগীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী রোকসানা মির্জা,তুহিন আজাদ প্রমুখ।

উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাইম টিভি’র রিপোর্টার শিবলী সাদিক। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সৌজন্যে রাতের ডিনার পরিবেশন করা হয়।
উল্লেখ্য গত ২০মে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায় আমেরিকা ও বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউএসবাংলা২৪.কম-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উথযাপিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। ইউএসবাংলা২৪.কম এর ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক ভোরের দর্পনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি মন্জরুল আহসান বুলবুল,মহাসচিব ওমর ফারুক,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ,সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী,সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক,ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক,চট্রগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক,খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক,রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক,বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।বক্তারা বলেন,বর্তম্ন অনলাইন সাংবাদিকতার কল্যানে আমরা পূরো বিশ্বকে হাতের মূঠোয় পেয়েছি। বিশ্বের যে প্রান্তেই যা হোক অল্প সময়ের মধ্যে আমরা এখন তা জানতে পারছি। বক্তারা আশা প্রকাশ করে বলেন, ইউএসবাংলা২৪.কম দেশের উন্নয়ন ও প্রবাসে অবস্থানকারী মানুষের দেশ ও দেশের মধ্যে ঘটমান যে কোন সংবাদ মূহুর্তে প্রকাশ করবে এবং প্রবাশে অবস্থানরত বাংলা ভাষা ভাষী মানুষের আখাংকা পূরন করবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির জেলা প্রতিনিধি শেখ হাসান বেলাল,ইন্ডিপেনডেন্ড টিভির জেলা প্রতিনিধি মিলন উল্লাহ,সময় টিভির জেলা প্রতিনিধি এসএম রাশেদ,নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জামিল হাসান খান খোকন,দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার,এসএ টিভির জেলা প্রতিনিধি নূর আলম দুলাল,ডিবিসি টিভির জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা,প্রবীণ সাংবাদিক ও ইস্পাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওয়ালিউল বারী চৌধুরী,দৈনিক সময়ের দিঘন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাহিদ হাসান তিতাস,দৈনিক নওরোজের জেলা প্রতিনিধি মাহমুদ হাসান,দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি ইমরান হাসান পাপ্পু,সাপ্তাহিক প্রভাষন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আখতারুজ্জামান মৃধা পলাশ,ডেইলী অথেনটিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফরোজা আক্তার ডিউ,৭১নিউজ টিভির জেলা প্রতিনিধি রেজা আহম্মেদ জয়,দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফেরদৌস রিয়াজ জিল্লুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY