মিরপুরে আইডিয়াল স্কুলের ফলাফল প্রকাশ

0
211

হাফিজুল ইসলাম ।। কুষ্টিয়ার মিরপুরে পৌরসভা সংলগ্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল স্কুলের প্রথম সাময়ীক পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার সকালে স্কুল চত্বরে প্রধান অতিথি থেকে প্রথম সাময়ীক পরিক্ষার ফলাফল প্রকাশ করেন মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক।

মেয়র হাজী এনামুল হক তার বক্তব্যে বলেন-শিশু শিক্ষাই মায়ের ভূমিকাই সর্বাধিক। তিনি মায়েদের উদ্দেশ্যে বলেন শিশুদের আঘাত না করে অধিক বইয়ের বোঝা না চাপিয়ে শিক্ষার মূল উপকরনের মধ্যে শিক্ষাদান করা, যাতে শিশু মুক্ত মনে লেখাপড়া করে লক্ষ্যস্থলে পৌঁছাতে পারে এবং সত্যিকারের মানুষ হয়ে সুন্দরভাবে দেশ গড়াই ভূমিকা পালন করতে পারে। তিনি আরো বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাদের সুশিক্ষাই শিক্ষিত করে মানুষের মত মানুষ করতে পারলেই তারাই হবে ভবিষ্যতে দেশ গড়ার কর্নধর।

৩নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর কলিউদ্দীন মল্লীক,সাংবাদিক হাফিজুল ইসলাম,সন্তান কমান্ড’র পৌর শাখার সাধারন সম্পাদক আসাদুজ্জামান। সহকারী শিক্ষক জালাল উদ্দীন,সাইফুল ইসলাম,সাদ্দাম হোসেন সুমাইয়া খানম,মিরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথম সাময়ীক পরিক্ষায় প্রথম স্থান অধিকার করে নার্সারী থেকে নুসরাত জাহান রোজা,শিশু থেকে আব্দুল্লাহেল গালিব, প্রথম শ্রেনী থেকে রাইসুল ইসলাম,দ্বিতীয় শ্রেনী থেকে তমা খাতুন,তৃতীয় শ্রেণী থেকে দাউদ হোসেন লাবু প্রথম স্থান অধীকার করে।

LEAVE A REPLY