সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে রামভদ্র পুর আদর্শ শিক্ষার্থী সমিতির আয়োজনে আজ মঙ্গলবার বিকালে রামভদ্রপুর হাই স্কুল মাঠে ঈদ পুনর্মিলনী ও কৃতি মুখ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবু রায়হান মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাম ভদ্রপুর হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও বাগজানা ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম আক্কাস আলীর পৌত্রি মেজর শিরিন আক্তার জাহান(জাতিসংঘ শান্তি মিশনে অাফ্রিকার কঙ্গোতে কর্মরত)। বক্তব্য রাখেন কৃষিবিদ ড.আজমল হোসেন মন্ডল , এ্যাডভোকেট মাফিজুল সরকার, পাঁচবিবি পৌর প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব,হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোজাফ্ফর হোসেন মোহন,ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রভাষক নাহিদুল ইসলাম, রাম ভদ্রপুর হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ইউনুস আলী,প্রধান শিক্ষক সুদেব চন্দ্র দাস, মাহমুদ মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্বারক ও গাছের চারা প্রদান করা হয়। এছাড়াও মরহুম আক্কাস আলী মন্ডল স্মৃতি স্টাইপেনের তরফ থেকে ৪ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে ১১ হাজার টাকা প্রদান করা হয়। অপরদিকে শিক্ষার্থী সমিতি পাঁচবিবি’র উদ্যোগে সকালে পাঁচবিবি লাল বিহারী(এল,বি,)পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ঈদপুনর্মিলনী ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমিতির বিদায়ী সভাপতি কৃষিবিদ ড. আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।