কবিতা : পথিকের স্বপ্ন
রচনা : মোঃ তরিকুল ইসলাম
নিঝুম রাতে ক্লান্ত পথিক
বসে নদীর ধারে,
মলিন চোখে শূন্য বুকে
খুজে ফেরে তারে।
যে ছিল তার চোখের তারা
রিদয়ের কাঁপন,
সে দুচোখের বিঁষ ভেবেছে
ছিঁড়েছে বাঁধন।
তবুও পথিক বসে থাকে
তাকিয়ে আকাশ পানে,
জানিনা সে কি আশায় থাকে
কোন মমতার টানে।
একবার তুমি ফিরে এসো
ওগো প্রিয়তমা,
দেখো দুখী পথিকের বুকে
সুখের স্বপ্ন জমা।।।।