খোকন, দৌলতপুর থেকেঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের আল্লারদর্গায় বৃটিশ আমেরিকা টোব্যাকো বাংলাদেশের উদ্দোগে বিভিন্ন প্রকার গাছের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। ২২ জুলাই শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোগলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান লস্কর, সভাপতিত্ব করেন শাখার রিজিওনাল ম্যানেজার শেখ শরিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হোগলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধূরী,এরিয়া ম্যানেজার শ্রী সিমান্ত চক্রবর্তী,কামাল হোসেন, শহিদুল ইসলাম, শাকিল আহাম্মেদ,শ্রী চন্দ্র শিখর ভৌমিক, মোঃ ফজলুল হক প্রমূখ। এ সময় চাষীদের মধ্যে ২ লাখ ৭৫ হাজার বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়, জানাগেছে বৃটিশ আমেরিকা টোব্যাকো বাংলাদেশ ১৯৮০ সাল থেকে বন সম্পদ সম্প্রসারণের আওতায় চারা বিতরণ করে আসছে। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী বক্তব্যে বলেন গাছ আমাদের বন্ধু,পরিবেশ সুস্থ রাখতে বেশী বেশী করে গাছ লাগাতে হবে, এ ছাড়া গ্রামীণ অর্থ নীতিতে গাছের বিকল্প নাই,তিনি বাড়ীর আঙ্গিনায় ফলদ,বনজ ও ঔষধী গাছের চারা লাগানোর জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান